শেষ ম্যাচে ব্যাট হাতে এক রকম তাণ্ডবেই দেখিয়েছিলেন নাঈম। ব্যাট হাতে তার ইনিংসে ছিলো এক রকম ৪-৬র ফুলঝুড়ি। তবে দল হারলেও তিনি করেছিলেন ৪৮ বলে ৮১ রানের ইনিংস।
ভারতের পেস বোলিং অলরাউন্ডার শিভম দুবের দারুণ এক ইয়র্কারে বোল্ড হলে নাঈমের ইনিংস শেষ হয়। এরপরই খেই হারিয়ে অল আউট হয়ে যায় বাংলাদেশ। নাঈম মনে করেন তাঁর আউট হওয়া বলটি ইনিংসের সেরা বল ছিল।
নিজের আউট প্রসঙ্গে নাঈম বলেছেন, ‘আমার কাছে মনে হয় পুরো ইনিংসে ওদের সেরা বল ছিল ওটা। আর সেঞ্চুরির জন্য খেলিনি, দল জেতানোর জন্য খেলছিলাম। এই জায়গায় সফল হতে পারিনি, খারাপ লাগছে।’
সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেও দলকে জেতাতে না পারায় আক্ষেপে পুড়ছেন নাঈম।
Leave a Reply